টেকনাফের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৪ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মোট ২৬ জন স্ব—স্ব প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী আসনের ৩ জন এবং সাধারণ ওয়ার্ডের ১৯ জন। এদিকে ১৯ মার্চ বাছাইয়ে ৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী এবং সাধারণ ওয়ার্ড থেকে ৩ জন মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এরমধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী ৪ জন আপীলে বৈধতা পেয়েছেন। চেয়ারম্যান পদে ১জন এবং সাধারণ ওয়ার্ডের ৩ জন আপীল করেননি। সংরক্ষিত আসনের কারও মনোনয়নপত্র বাতিল হয়নি। আজ ২৫ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বেদারুল ইসলাম জানান, ঘোষিত তপশীল মতে ২৪ মার্চ ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এতে মোট ২৬ জন প্রার্থী রিটার্ণিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে স্ব—স্ব প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী আসনের ৩ জন এবং সাধারণ ওয়ার্ডের ১৯ জন। প্রার্থীতা প্রত্যাহার করা ৪ জন চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের ফরিদুল আলম, সাবরাং ইউনিয়নের সুলতান আহমদ ও মোঃ ইসমাইল, সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নের মোঃ কেফায়েত উল্লাহ। সংরক্ষিত আসনের প্রার্থীতা প্রত্যাহার করা ৩ জন হলেন হোয়াইক্যং ইউনিয়নের সংরক্ষিত আসন নং—১ লক্ষনীতা বড়–য়া ও নার্গিস আক্তার, হ্নীলা ইউনিয়নের সংরক্ষিত আসন নং—২ নাসরীন নাহার। সাধারণ ওয়ার্ড থেকে প্রার্থীতা প্রত্যাহার করা ১৯ জন হলেন টেকনাফ সদর ইউনিয়ন সাধারণ—২ মোঃ আয়াজ, সাধারণ—৯ গোলতাজ বেগম ও নুর আহমদ, হোয়াইক্যং ইউনিয়ন সাধারণ—৫ জালাল উদ্দিন, সাধারণ—৬ হেলাল উদ্দিন, সাধারণ—৭ নুরুল কবির, ছৈয়দ আবদুল মালেক, ফরিদ আলম, মোহাম্মদ ছিদ্দিক, নুরুল আবছার, সাধারণ—৯ আবুল কাসেম, হ্নীলা ইউনিয়ন সাধারণ—৩ জাফর ইকবাল, সাধারণ—৬ নছরুল আমিন, সাধারণ—৭ মোস্তাক আহমদ ও সরওয়ার কামাল, সাবরাং ইউনিয়ন সাধারণ—১ শেখ আহমদ ও শামসুল আলম, সাধারণ—২ নুরুল হুদা, সাধারণ—৫ মোহাম্মদ ইসহাক। এদিকে গত ১৯ মার্চ বাছাইয়ে বিভিন্ন কারণে ৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী এবং সাধারণ ওয়ার্ড থেকে ৩ জন মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪ জন প্রার্থী আপীলে বৈধতা পেয়েছেন। এরা হলেন সদর ইউনিয়নের জিয়াউর রহমান জিহাদ, আবদুর রহমান, আবদুল ওয়াজেদ, হোয়াইক্যং ইউনিয়নের ফরিদুল আলম। চেয়ারম্যান পদে নুরুল হোছাইন ছিদ্দিকী এবং হ্নীলা ইউনিয়নের সাধারণ ৫নং ওয়ার্ডের মোঃ ইলিয়াছ, হোয়াইক্যং ইউনিয়নের সাধারণ ৭নং ওয়ার্ডের জাহেদ হোসেন, সাবরাং ইউনিয়নের সাধারণ ৬নং ওয়ার্ডের মোঃ হাশেম আপীল করেননি। উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশণ এবারের ইউপি নির্বাচনে রাজনৈতিক দলের জন্য নির্ধারিত প্রতীক ছাড়া চেয়ারম্যান পদে ১০টি, সংরক্ষিত নারী আসনের জন্য ১০টি এবং সাধারণ ওয়ার্ডের জন্য ১২টি প্রতীক বরাদ্দ দিয়েছে। কিন্ত টেকনাফের একাধিক সাধারণ ওয়ার্ডে ১২ জনেরও অধিক প্রার্থী রয়েছেন। এদের জন্য অতিরিক্ত প্রতীক বরাদ্দ দেয়া হবে বলে জানা গেছে।
Leave a Reply