বুধবার, ০৭ জুন ২০২৩, ১২:৩৪ পূর্বাহ্ন

টিম রাজবাড়ী চট্টগ্রাম কর্তৃক আয়োজিত প্রথম পারিবারিক মিলন মেলা ও বনভোজন

স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৭৪ বার পঠিত

২৫শে ফেব্রুয়ারী-২০২৩ইং তারিখে টিম রাজবাড়ী চট্টগ্রাম কতৃক আয়োজিত প্রথম পারিবারিক মিলন মেলা ও বনভোজন, আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শেষ হলো ফয়েজলেক ও সী- ওয়ার্ল্ডে পার্কে।

পিকনিক বা বনভোজন এখন আমাদের সংস্কৃতির অন্যতম অঙ্গ। বছরে একবার দলবদ্ধভাবে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে বেড়ানো, আনন্দ উপভোগ করে উন্মুক্ত স্থানে খোলা আকাশের নিচে ভোজন পর্ব শেষ করাই হচ্ছে পিকনিক বা বনভোজন। ‘টিম রাজবাড়ী চট্টগ্রাম’ এর পক্ষ থেকে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হলো গত ২৫ ই ফ্রেরুয়ারি শনিবার ফয়েজলেক ও সী- ওয়ার্ল্ড স্পটে। পিকনিকে আড্ডা, মজাদার খাবার,গাছঘেরা সবুজ পার্কের সান্নিধ্যে মুহূর্তে সবাই যেনো হয়ে উঠলো চনমনে। ক্লান্তি গেলো দূর হয়ে। সে এক অনাস্বাদিত আনন্দের মুহূর্ত। পিকনিক মানেই এক অন্যরকম মজা। অন্যরকম আনন্দ উদযাপন। আনন্দ হৈ-চৈ এর সঙ্গে এ বছরের পিকনিক শেষ হলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 8 =

এ জাতীয় আরো খবর..