সুনামগঞ্জ হাওরের অঞ্চল সুনামগঞ্জ জেলার সদর উপজেলার সুবিধা বঞ্চিত মানুষদের বসবাস সুরমা নদীর উত্তর পাড়ে। এই এলাকার মানুষের প্রাণের দাবি সুরমার ব্রিজ নির্মাণের বার বার গুঞ্জন শুনা গেলেও গুঞ্জন পর্যন্তই থেমে থাকে উত্তর পাড়ের স্বপ্ন।
যদিও সুনামগঞ্জ জেলার অধিকাংশ মুক্তি যুদ্ধাদের এলাকা এটি। তবু্ও স্বাধীনতার ৫০ বছর পাড় হয়ে যাচ্ছে নির্মিত হচ্ছে না হাজার হাজার মানুষের প্রাণের দাবি সুরমা নদীর উপরে হালোয়ারঘাট – ধারারগাও এর ব্রিজ। একুশ শতকে দ্বাড়িয়ে ও লাগেনি ডিজিটালের ছোঁয়া। কিছুতেই যেন পৌঁছাতে পাড়ে না প্রধান মন্ত্রীর উন্নয়নের হাওয়া। ঠিক এমনটাই অবস্থা এ এলাকার মানুষের। বেশ কয়েক বার ই গুঞ্জন শুনা গেছে এই ব্রিজ নির্মাণের।কিন্ত গুঞ্জন টা গুঞ্জনেই থেকে গেছে বাস্তবায়ন হয় নি।গুঞ্জন করতে করতে একটা সময় ভুলে যায় তাদের স্বপ্নের কথা এ এলাকার মানুষ। আবারও কোনো একজনের আশ্বাসেই শুরু হয় গুঞ্জন তার পর ভুলে যাওয়ার পালা।শেষবার শিক্ষা সচিব ডঃমো সাদিক ও সুনামগঞ্জ (০৪)আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ উভয়ের প্রচেষ্ঠায় স্বপ্ন পূরণের কাছাকাছি পৌঁছে ও সফল হতে পাড়ে নি তারা। তবে হাল ছাড়েন নি এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। তিনি তার চেষ্টা অব্যাহত রেখে বারবার সংসদে জানিয়েছেন তার এই দাবি। অন্যদিকে উদ্বোধন এর প্রায় এক বছরেও শুরু হয় নি সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন এর (০৯)নং ওয়ার্ড ইসলাম পুর এর ব্লগ এর রাস্তা নির্মাণ কাজ।আজ থেকে প্রায় এক বছর পূর্বে দানুর দোকানের কাছ থেকে ইসলাম পুর গ্রাম ভায়া খাগের গাও মন্নাছ মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা টি পাকা করনের কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। কিন্তু আজ পর্যন্ত কাজ শুরু হওয়া তো দূরের কথা কাজ শুরু হওয়ার মতো মতো কোনো কিছুই চোখে পড়ে না।এ নিয়ে নানা প্রশ্নের সম্যক্ষিণ হতে হচ্ছে পার্টির নেতা কর্মীদের। এছাড়াও নানাবিধ সুবিধা হতে বঞ্চিত এই এলাকার মানুষ।প্রধাণ মন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের অধিকাংশ সেবা থেকেই বঞ্চিত তারা। মাননীয় সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ জানানঃ সুরমার ব্রিজ নির্মাণের জন্য তিনি যথা সাধ্য চেষ্টা করে যাচ্ছেন। এবং তিনি আশাবাদি যে তার সময় কালের ভেতরে ই এই ব্রিজ নির্মাণ কাজ সম্পূর্ণ করবেন ইনশাআল্লাহ। জাতীয় পার্টির সুনামগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলার সভাপতি মোঃ রশীদ আহমদ জানানঃতিনি জাহাঙ্গীর নগর ইউনিয়ন বাসিকে সালাম জানিয়ে বলেন। ইসলাম পুর গ্রাম ভায়া ব্লগ এর রাস্তাটি সম্পর্কে তিনি ইন্জিনিয়ার এর সাথে কথা বলেছেন। এবং ইন্জিনিয়ার তাকে জানিয়েছেন যে তিনি কন্টাকদার সাহেবকে নোটিশ পাঠিয়েছেন (৪০)দিনের ভিতরে কাজ শুরু করার জন্য। বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু তাহের অবঃ বি,ডি,আর বলেনঃ সুরমা নদীর একটি ব্রিজ বদলে দিতে পারে উত্তর পাড়ের হাজার হাজার মানুষের জীবন। উত্তর সুরমা রুপান্তরিত হতে পারে একটি উন্নত নগরীতে।তিনি এই ব্রিজ ও ইসলাম পুরের ব্লগ এর রাস্তাটি দ্রুত নির্মাণের জন্য দাবি জানান।
Leave a Reply