গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত (রেজিঃ নং-এস ৯১৬৮) জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) এর চট্টগ্রাম জেলার ১৭ জন বিশিষ্ট আংশিক কমিটি (২০২১-২০২২) ঘোষনা করা হয়েছে।
অদ্য ১লা মার্চ জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) এর চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামের স্বাক্ষরিত প্যাডে চট্টগ্রাম জেলার ১৬ জন বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়।
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) এর চট্টগ্রাম জেলার আংশিক কমিটির তালিকাঃ
সভাপতি: মাহমুদুল হাসান রাকিব,(সম্পাদক, বিবিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম ডট বিডি),সিনিয়র সহ-সভাপতি:খোকন মজুমদার,(চট্টগ্রাম প্রতিনিধি,প্রিয় বাংলাদেশ),সহ সভাপতি:শাহারিয়ার রিপন(সম্পাদক, চ্যানেল সিক্সটি নাইন),সাধারন সম্পাদক:শরিফুল ইসলাম জুয়েল(স্টাফ রিপোর্টার, ম্যাজিক বাংলা টিভি),
সহ-সাধারন সম্পাদক:মোঃ ইফতেখার উদ্দিন (আসিফ),
(চট্টগ্রাম প্রতিনিধি – দৈনিক গণকন্ঠ),সাংগঠনিক সম্পাদক:রাকিবুর রহমান(চট্টগ্রাম প্রতিনিধি, ডেইলি বাংলাদেশ),যুগ্ম সাধারন সম্পাদক:মোঃ শাহজালাল রানা (দৈনিক সরজমিন বার্তা),যুগ্ম সাধারণ সম্পাদক:
মোহাম্মদ সিরাজুল ইসলাম,(দৈনিক স্বদেশ বিচিত্রা
স্টাফ রিপোর্টার -চট্টগ্রাম),দপ্তর সম্পাদক:মোহাম্মদ আস্সাদুজ্জামান শাকিল (দৈনিক সরেজমিন স্টাফ রিপোটার)প্রচার সম্পাদক: হাসান মাহমুদ
(দৈনিক ডেসটিনি, চট্টগ্রাম প্রতিনিধি),পাঠাগার বিষয়ক সম্পাদক:মোহাম্মদ জিপন উদ্দিন (দৈনিক যায়যায়দিন),
এতে সদস্য হিসেবে যারা স্থান পেয়েছেনঃ মোহাম্মদ মঈনুল ইসলাম রোকন (দৈনিক পএিকা), নুরুল আমিন সোহেল,(বিবিসিনিউজ টুয়েন্টিফোর ডটকম ডটবিডি), মাসুদ আলম(তৃনমূল টিভি), মোহাম্মদ সিরাজুল ইসলাম
(দৈনিক স্বদেশ বিচিত্রা), তানিয়া ইসলাম চৌধুরী
বিশেষ প্রতিনিধি(বিবিসিনিউজ টুয়েন্টিফোর ডটকম ডটবিডি),আক্কাস বিন আবেদিন (জয়নাল আবেদীন
বাংলাদেশমেইল ডট নিউজ)।
Leave a Reply