শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:২১ পূর্বাহ্ন

জামালপুরে র‌্যাবের অভিযানে একজন ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার ও একজন পলাতক

আবু সায়েম মোহাম্মদ সা-'আদাত উল করীম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৪৯২ বার পঠিত

জামালপুর র‌্যাব-১৪ এর অভিযানে শহরের দড়িপাড়া বাইপাস মোড় সংলগ্ন জুলেখা ময়দার মিলের সামনে থেকে একজন ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে। তবে তার সাথে থাকা একজন পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. নজরুল ইসলাম (৩০)। সে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মন্ডলবাড়ী ছাতারিয়া বাগমারা গ্রামের মো. শহীদ মিয়ার ছেলে। র‌্যাবের সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ এম. এম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের অভিযানে শুক্রবার ১৬ এপ্রিল সকাল পৌনে নয়টার দিকে জামালপুর ভুয়া ডিবি পুলিশ মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে পলাতক আসামির নাম ও ঠিকানা জিজ্ঞাসা করলে মো. দুলাল (৪৫), পিতা-অজ্ঞাত, ঠিকানা-অজ্ঞাত, তবে ব্যাঙ মিয়ার বাসার সামনের বাসার নাইট গার্ড বলে জানায়। গ্রেপ্তার আসামির কাছ থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয় প্রদান করে ইজিবাইক চালকদের কাছ থেকে সংগ্রহ করা নগদ ১ হাজার ৭৮৫ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 17 =

এ জাতীয় আরো খবর..