আজ সোমবার (১৮ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে ‘বঙ্গবন্ধু ভবনে’ শেখ রাসেল জন্মগ্রহণ করেন
তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু-খুনি-ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে শিশু রাসেলকেও হত্যা করেছিল।
মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয়, তাদের সেই অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে ভালোবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিণত হয়েছেন।
মানবিক চেতনাসম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক বিয়োগ বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ। জাতির জনকের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল ৫৮ তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ডিমলা উপজেলা আওয়ামীলীগ পররিবার।
সে সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, ডিমলা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারন সম্পাদক জনাব, মোঃ আনোয়ারুল হক সরকার (মিন্টু)। জনাব,শ্রী নিরেন্দ্রনাথ রায়, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ডিমলা। নীলফামারী জেলার নারীনেত্রী ডিমলা উপজেলার তাঁতীলীগের সভাপতি জাহানারা বেগম , শ্রী বাবু শৈলেন চন্দ্র রায় আহবায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগ ডিমলা উপজেলা শাখা। বাবু মুহিত কুমার সিংহ রায় ও নেতা কর্মী বৃন্দ।
Leave a Reply