আর মাএ ১১ দিন তার পর ই অনুষ্ঠিত হবে কেশরহাট পৌরসভার নির্বাচন । নির্বাচন কে কেন্দ্র করে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে পৌরসভার নির্বাচনি প্রার্থী রা অন্য দিকে ভোটার রা বলছে সৎ ও যোগ্য প্রার্থী কেই তারা বেছে নিবে ।নির্বাচন এ ৩৯ জন অংশ নিয়েছে যার মধ্যে মেয়র পদে ৩ জন ও কাউন্সিলর পদে ৩৬ জন। মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র শহিদুজ্জামান শহিদ ও বিএনপি এর দলীয় মনোনয়ন পেয়েছেন খুশবর রহমান ও জামায়াত হাফিজুর রহমান আকন্দ । পৌরসভার প্রতিটা পাড়া মহল্লায় ছেয়ে গেছে পোস্টার আর ব্যেনার এ চলছে মাইকিন ও। সন্ধ্যা হলেই প্রার্থী রা বেরিয়ে পড়ছে মোটরসাইকেল শোভাযাত্রাই প্রতিটা প্রার্থী আশাবাদী তবে বর্তমান মেয়র শহিদুজ্জামান শহিদ তিনি বলে যে তিনি পৌরসভার অনেক উন্নয়ন করেছে আর এই বার নির্বাচিত হলে পৌরসভার সকল অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন এবং পৌরসভাকে মডেল পৌরসভা করবেন। কেশরহাট পৌরসভার ভোটার ১৫ হাজার ৭৭৬ জন ।
Leave a Reply