গতকাল ১৯ ফেব্রুয়ারি ২০২১ বিকেল ৪ ঘটিকার সময় ঐতিহাসিক পূর্ব লাউতলী মিনি ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন ঐতিহাসিক মান্দারতলী বীশ্রেষ্ঠ দানবীর ও প্রবাসী মোঃ বাবুল পাটোয়ারী ও পূর্ব লাউতলী কৃতি সন্তান আগামী প্রজন্মের চেয়ারম্যান এডভোকেট মোঃ মাহবুব আলম সাবেক আওয়ামীলীগের সহসভাপতি চাঁদপুর আরো অন্যান্য বিশিষ্ট্য গন উপস্তীত ছিলেন খেলাটি পরিচালনা করেন অনুভূতি টিভি চ্যানেলের সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম মোঃ রাসেল গাজী মোঃ মহাসিন গাজী মোঃ সজীব গাজী মোঃ গিয়াস উদ্দিন গাজী ও ইয়াছিন গাজী উক্ত খেলায় অংশ গ্রহন করেন শক্তিশালী দুটি দল ১পক্ষে খেলেন মান্দারতলী ক্রিকেট একাদশ অন্যপক্ষে খেলেন নয়নপুর সিটি ক্লাব প্রথম টস করে বেট হাতে মাঠে নেমে নয়নপুর সিটি ক্লাব ১৬২ রান করে৬ উইকেটের বিনিময় জয়ের লক্ষ্যে মান্দারতলী একাদশ ক্লাব কোনো উইকেট না হারিয়ে ১৬৩ রান করে জয় লাভ করেন প্রথম পুরষ্কার ২৪ ইঞ্চি এলএডি টিভি দ্বিতীয় ১৯ ইঞ্চি এলএডি টিভি খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে খেলাটি স্বয়ংসম্পূর্ণ ভাবে সমাপ্ত হয়।
Leave a Reply