মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৩:৪৬ পূর্বাহ্ন

চোর সহ ভ্যান উদ্ধার করলো যশোরের ডিবি পুলিশ।

উজ্জল অধিকারী, প্রতিনিধি।
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৫৪৭ বার পঠিত

যশোর জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে শিশু রায়হানের চুরি যাওয়া ভ্যান উদ্ধারসহ ১ চোরকে গ্রেফতার করেছে।

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, চৌগাছা থানার বেড় গোবিন্দপুর গ্রামের গ্রাম পুলিশ হযরত আলীর ছেলে শিশু রায়হান (১১) সংসারের হাল ধরতে বাবার ব্যাটারী চালিত ভ্যান নিয়ে গত ১৯ আগষ্ট (জুলাই) সকালে বাড়ী থেকে বের হয়। চৌগাছা বাজার থেকে অজ্ঞাতনামা ২ ব্যক্তি ৫০০ টাকা ভাড়া চুক্তিতে ঝিকরগাছায় নিয়ে ফ্রিজ ক্রয়ের কথা বলে শিশু রায়হানকে নিয়ে ১ জন পেপার আনার জন্য গলিপথে যায় অপরজন সেই সুযোগে ভ্যানটি চুরি করে নিয়ে যায়। শিশু রায়হান ভ্যান হারিয়ে বাকরূদ্ধ হয়ে কান্নাকাটি করতে থাকে। স্থানীয় লোকজন ছেলেকে উদ্ধার করে একটি সিএনজি যোগে চৌগাছায় পাঠিয়ে দেয়। বাবা হযরত আলী বিষয়টি জানতে পেরে চৌগাছা থানায় মৌখিকভাবে অবহিত করে বিভিন্ন জায়গায় খোজাখুজি করতে থাকে। একপর্যায়ে ৪ আগষ্ট (বুধবার) ডিবি অফিসে এসে বিষয়টি অবহিত করলে ডিবি’র অফিসার ইনচার্জ রূপন কুমার সরকার, পিপিএম বিষয়টি আমলে নিয়ে পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করেন।
পুলিশ সুপারের মহানুভবতায় যশোর ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন দ্রæত সময়ে চোরাই গাড়িটি উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারের নির্দেশ প্রদান করেন।
দায়িত্ব পেয়ে ডিবি’র এসআই মফিজুল ইসলাম, পিপিএম ও এসআই শামীম হোসেনদ্বয়ের সমন্বয়ে একটা চৌকস টিম যশোরের আন্তঃজেলার ভ্যান চোরদের ছবি দেখালে শিশু রায়হান সিরাজুল ইসলাম নামের চোরকে সনাক্ত করতে সক্ষম হয়। গোপন তথ্যের ভিত্তিতে ৪ আগষ্ট রাতেই কোতয়ালী থানার বিরামপুর গাবতলার মোড়ে অভিযান পরিচালনা করে হৃদয় এন্টারপ্রাইজ নামক মোহাম্মদ আলী আব্বাসের ভ্যান ও অটো রিক্সার সার্ভিসিং দোকানে অভিযান পরিচালনা করে চোরাই ভ্যান গাড়িটি খোলা-জোড়ার সময় হাতেনাতে চোর সিরাজুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেন। সে যশোর জেলার বাউলিয়া স্কুলপাড়া গ্রামের ইসাহাক আলীর ছেলে। বর্তমানে মোবারককাঠি মাঠপাড়া এলাকায় জনৈক কাঙ্গালের বাড়ীর ভাড়াটিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =

এ জাতীয় আরো খবর..