সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৬:১১ অপরাহ্ন

চিংড়ি মাছ ভেষাল জাল কীটনাশক সহ ২ নৌকা আটক

মোঃ রউফ কয়রা, খুলনা।
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৭১ বার পঠিত
চিংড়ি মাছ ভেষাল জাল কীটনাশক সহ ২ নৌকা আটক

গত ভোর রাত  ৪টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের আওতায়ধীন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন অধিনাস্ত টানা ভারানী এলাকা থেকে ১০০শ কেজি চিংড়ি মাছ সহ একটি নৌকা আটক করা হয়।

জানা গেছে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।এসময় উপস্থিত ছিলেন শাকবাড়িয়া টহল ফাঁড়ির কর্মকর্তা গণ।
এদিকে কাশিশাবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামানের নির্দেশ ক্রমে  গত রাত  সাড়ে ৩ টার সময় বজবজা বন টহল ফাঁড়ি ও খাঁসি টানা বন টহল ফাঁড়ির যৌথ অভিযানে ৩ টি নিষিদ্ধ ভেষাল জাল ৬ বতল কীটনাশক সহ একটি নৌকা আটক করে।
বন রক্ষীদের কাছ থেকে জানা যায় আমাদের উপস্থিতি টের পেয়ে   ধূর ধন্দা বাজ জেলেরা নৌকা রেখে পালিয়ে যায়।
উর্ধতন কর্মকর্তা দের নির্দেশনায় আটককৃত চিংড়ি মাছ ও নিষিদ্ধ ভেষাল জাল কীটনাশক ধংস করা হয়।
এবিষয়ে আলাপ করেছিলাম সুন্দরবন পশ্চিম  বিভাগের সহকারী বন কর্মকর্তা এজেডে হাসানুর রহমানের সঙ্গে তিনি বলেন সুন্দরবনে সকল ধরণের অপকর্ম শক্ত হাতে ধমন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =

এ জাতীয় আরো খবর..