রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১২:৩১ পূর্বাহ্ন

চরফ্যাশনে জিল্লুর রহমান তুহিন শ্রেষ্ঠ সন্তানের সম্মাননায় ভূষিত।

আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৫৯৭ বার পঠিত

ভোলা চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের শ্রেষ্ঠ সন্তান হিসেবে পিকেএসএফ এর সম্মাননা পেলেন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিন৷ এক মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তিনি৷ মোঙ্গল বার (৯ মার্চ) সকাল সারে ১০টায় এয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে পিকেএসএফ এর সহযোগিতায় পরিবার উন্নয়ন সংস্থার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ কামাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর সহকারী পরিচালক মশিউর রহমান৷ এছাড়াও আছলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সিরাজুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ জানা যায়, জিল্লুর রহমান তুহিন অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের মোঃ সামছুদ্দিন আহমেদ ও রওশন আরা বেগম এর ২য় সন্তান৷ চাকুরি জীবনে আমিনাবাদ কুচিয়ামোড়া ফাজিল মাদরাসায় সিনিয়র শিক্ষক, এয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘ দিন দক্ষতার সাথে দায়িত্ব পালন করে বর্তমানে চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন জিল্লুর রহমান তুহিন৷ এছাড়াও সম্মানের সাথে তিনি রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন সমান তালে৷ শ্রেষ্ঠ সন্তান হিসেবে সম্মাননা পাওয়ার এক প্রতিক্রিয়ায় জিল্লুর রহমান তুহিন বলেন, আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তায়ালার প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পিতা- মাতার প্রতি, যাদের কারনে পৃথিবীর আলো বাতাসের মাঝে মানুষ হয়েছি এবং তাদের কষ্টার্জিত শ্রমের বিনিময়ে শিক্ষার আলোয় আলোকিত হয়েছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম পি মহোদয়ের প্রতি, যার একান্ত ইচ্ছা ও সার্বিক সহযোগিতায় বিভিন্ন পদে অধিষ্ঠিত হওয়ায় কর্মক্ষেত্র তৈরী হয়েছে বিধায় আজ আমি সম্মানিত হয়েছি। আমি সকলের দোয়া সহযোগিতা প্রত্যাশা করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + twelve =

এ জাতীয় আরো খবর..