সোমবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৪টায় চরফ্যাশন সদর রোডে অবস্থিত জমিয়াতুল মোদার্রেছীনের কার্যালয়ে ৪০ জন অবসর প্রাপ্ত ও মৃত্যুবরনকারী শিক্ষকদের এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার আহবায়ক অধ্যক্ষ মঈনুদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক কামরুজ্জামানের তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবদুল খালেক, চরফ্যাশন উপজেলার সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোঃ ছিদ্দিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখা মাদরাসা শিক্ষকদের সুখে দুঃখে পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। ২০০৯ সালে চরফ্যাশনে জমিয়াত প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর সহায়তায় এবং শিক্ষকদের নেতৃত্বে জামিয়াতুল মোদার্রেছীন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।
Leave a Reply