বুধবার, ০৭ জুন ২০২৩, ১২:৪৭ পূর্বাহ্ন

চট্টগ্রাম মহানগরের আকবর শাহতে পাহাড় ধসে নিহত দুইজন আহত চারজন

শাহরিয়ার সুমন।.প্রতিনিধি, চট্টগ্রাম।
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৭৮ বার পঠিত

চট্টগ্রাম মহানগরের আকবর শাহ এলাকায় পাহাড় কাটার সময় ধসে পড়া মাটির চাপায় অন্তত দুইজন মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও তিনজন।

আজ শুক্রবার (৭ এপ্রিল) বিকালে সাড়ে পাঁচটায় আকবর শাহ হাউজিংয়ের কাছে কাটা কাটা পাহাড় বেলতলী ঘোনায় পাহাড় কেটে দেয়াল তৈরির সময় এ দুর্ঘটনা ঘটে।

সেখানে আরও শ্রমিক মাটি চাপা পড়ে থাকতে পারেন বলে স্থানীয়দের ধারণা। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বলেন, পাহাড় কাটার সময় শ্রমিকদের উপর মাটি ধসে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে।

দুর্ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, তাদের মধ্যে একজন মারা গেছেন। বাকি তিনজন আহত হয়েছে

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম বলেন, পাহাড় চাপায় আহত খোকা নামের ৪৫ বছর বয়সী একজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামের জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পাহাড় ধসের খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, গত ১১ ফেব্রুয়ারি একই এলাকায় পাহাড় কাটার ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছিল।

চট্টগ্রাম কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক সেই অভিযানে মো. শাহজাহান নামে এক ব্যক্তিকে এক্সক্যাভেটারসহ আটক করেছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

এনডিসি তৌহিদুল ইসলাম জানান, পাহাড় ধসে হতাহতের এই ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে প্রধান করে সাত সদস্যের এই কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সিটি করপোরেশন, সিডিএ, পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের রাখা হয়েছে কমিটিতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + nine =

এ জাতীয় আরো খবর..