সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরকে বদলি করা হয়েছে

প্রতিনিধি চট্টগ্রাম ‌= ভ্রাম্যমান মো রাজু শেখ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৩৮ বার পঠিত

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরকে পদোন্নতিপূর্বক বদলি করা হয়েছে। রোববার (১৭ জুলাই) দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক বদলি আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

তাঁকে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে ফেনী জেলার সিভিল সার্জন থাকাকালে পদোন্নতি পেয়ে ২০১৯ সালের ১৫ মার্চ হাসান শাহরিয়ার কবির চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেন।

পদোন্নতি ও বদলির এক প্রতিক্রিয়ায় ডা. হাসান শাহরিয়ার কবির চট্টগ্রাম খবরকে বলেন, পদোন্নতি পেয়ে যেমন খুশি লাগছে, তেমনি বদলি হওয়ায় খারাপ লাগছে। আমি এই চট্টগ্রামেরই সন্তান। চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে আমার বাড়ি। এই শহর আমার শৈশবের শহর।

তিনি আরও বলেন, আমি দায়িত্ব নেওয়ার পরপরই বিশ্বব্যাপী করোনাভাইরাস হানা দেয়। চট্টগ্রামে নতুন পদায়ন হয়ে করোনা মোকাবেলা করা আমার জন্য অনেক কঠিন একটা চ্যালেঞ্জ ছিলো। চেষ্টা করেছি চট্টগ্রামবাসীর সহযোগিতা নিয়ে কোভিড মোকাবেলা করতে। মূল্যায়নের ভার চট্টগ্রামবাসীর কাছে রেখে গেলাম। বদলিকালে তিনি সকলের দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =

এ জাতীয় আরো খবর..