মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৩:১৭ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় ইয়াশের তান্ডবে লন্ড, ভন্ড কয়রার বেড়িবাঁধ

মোঃ রউফ কয়রা উপজেলা প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩৭৪ বার পঠিত

আজ ২৬ মে২০২১রোজ বুধবার সকাল আনুমানিক ১০টা৪৭ মিনিট হয়তে ঘূর্ণিঝড় ইয়াশ ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত এনেছে প্রচন্ড জলউচ্ছাসে প্লাবিত হয়েছে ঘন্টা বাতাসের গতি বেগ ছিলো ১৫০থেকে ২০০কিলোমিটারের ভিতরে।

তার কিছু প্রভাব পড়ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জেলা গুলোর নদীর লবণ পানিতে প্লাবিত হয় জানাযায় বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকের মাধ্যমে।এদিকে আজ খুলনা জেলা কয়রা উপজেলার মহেশরিপুর ইউনিয়নের বেশ কয়েকটি জায়গার বেড়িবাঁধ ভেঙে লোকালয় নদীর পানি প্রবেশ করছে, মহারাজপুর ইউনিয়নের মঠ বাড়ি গ্রাম সহ বেশ কয়েকটি জায়গা ভেঙে লোকালয় নদীর পানি প্রবেশ করেছে,একি উপজেলার কয়রা সদর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের বেড়িবাঁধ ছাপিয়ে লোকালয় নদীর পানি প্রবেশ কালে স্থানীয় জনসাধারণের উদ্যোগে বেড়িবাঁধের উপর মাটি দিয়ে মেরামত করা হয়। কয়রা উপজেলার আরো দুটি ইউনিয়ন আছে উত্তর বেদকাশী ও দক্ষিণ বেদকাশী এই দুই টি ইউনিয়নের দুপাশ দিয়ে বেয়ে গিয়েছে কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদী ওখান কার অবস্থা বিল্লে চলে বেড়িবাঁধ নেই।নদীতে সাবা বিক জোয়ারের চেয়ে ৩থেকে ৬ ফুট পানি বৃদ্ধি উপকূলীয় অঞ্চলের জেলা গুলোর চর, দীপ সমহ সহ নিম্ন অঞ্চলের বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরে। বর্তমান বাংলাদেশর চার সমুদ্র বন্দরে রয়েছে ৩ নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − six =

এ জাতীয় আরো খবর..