শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৫ অপরাহ্ন

ট্রেনের নিচে পড়ে এক বৃদ্ধের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬১ বার পঠিত
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে কুড়িগ্রাম থেকে আসা ঢাকাগামী ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের কামারখন্দ উপজেলার ঝাওল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত বৃদ্ধ লোকটি রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেন চলে আসে। ট্রেন আসার শব্দ শুনতে না পাওয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম জানান, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ওই বৃদ্ধের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =

এ জাতীয় আরো খবর..