গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নের রথের বাজার শীতলগ্রামে সড়ক উন্নয়ন কাজের শুভ-উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) উপজেলার নাকাই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউনুস আলী মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, নাকাই ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, সংসদ সদস্যর সমন্বয়কারী কৃষিবিদ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী (লিটন), জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাফি প্রধান, যুবলীগ নেতা আব্দুল্লাহ্ আল লাবীব প্রমুখ। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নাকাই ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোকছেদুল আমিন রিপন।
Leave a Reply