গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়ন গন্ধববাড়ী গ্রামে ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মতিন মিয়ার বাড়িতে অগ্নিকান্ডে বসতবাড়ীও একটি দোকান ঘর পুড়ে ৫ লক্ষাধিক টাকা সম-পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে। গতরাত দেড়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৬ বান্ডিল ঢেউটিন বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রাধান। এসময় দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আরম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, ছাত্রলীগ নেতা মমিরুল ইসলাম সালমান, আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিগারেটের ফেলানো আগুন থেতে এ আগুনের সুত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।
Leave a Reply