শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৩৬ পূর্বাহ্ন

গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন।

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫০৯ বার পঠিত

গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলে। এ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে মোট ৪০ প্রার্থী নির্বাচনে অংশ নেন। এরমধ্যে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ২জন অংশ গ্রহণ করেন। শিক্ষা ও সংস্কৃতি পদে একজন প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এটিএম সাইফুর রহমান চৌধুরী জানান, এবারে কোন প্যানেল নেই। সবাই পৃথকভাবে নির্বাচনে অংশ নিয়েছে। মোট ভোটার ২শ’ ৫৯ জন। ভোট শান্তিপূর্ণ ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =

এ জাতীয় আরো খবর..