গাইবান্ধা জেলার সাতটি থানার মধ্যে আবারো শ্রেষ্ঠ থানার মর্যাদা লাভের পাশাপাশি গোবিন্দগঞ্জ থানার চারজন অফিসারকে পুরস্কৃত করেছে জেলা পুলিশ সুপার।
বুধবার (১৯ মে) সকাল ১০টায় গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশে এপ্রিল মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আবু খায়ের-এর সঞ্চালনায় বেলা ১২টা পর্যন্ত সভার কার্যক্রম চলে।
সভায় এপ্রিল ২১ মাসের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য সর্বমোট ৮জনকে মনোনীত করে পুরষ্কৃত করা হয়। পুরস্কৃত ৮জনের মধ্যে শ্রেষ্ঠ এসআই হিসেবে গোবিন্দগঞ্জ থানার এসআই আকতার হোসেন, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এসআই শফিকুল ইসলাম, শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র হিসেবে গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিলন চ্যাটার্জী এবং শ্রেষ্ঠ থানার অফিসার ইনচার্জ হিসেবে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান-এর হাতে ক্রেস্ট তুলে দেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, বি-সার্কেল আবু লাইচ মো. ইলিয়াস জিকু, এএসপি প্রবেশনার তাপস কর্মকার, সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবি, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর, তদন্ত কেন্দ্রের ইনচার্জবৃন্দ, পুলিশ লাইন্স ও থানা হতে আগত এসআই, এএসআই এবং পুলিশ সদস্যবৃন্দ। শেষে দুপুর ১টায় পুলিশ কনফারেন্স রুমে এপ্রিল মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply