গাইবান্ধায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ জানুয়ারী) দুপুরে পৌর শহীদ মিনার হতে একটি বিশাল আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা ছাত্রলীগ মো. আসিফ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি। জেলা আওয়ামী লীগ (ভারপ্রাপ্ত) সভাপতি বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো. ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু ও সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক আমিনুজ্জামান রিংকু, জেলা যুবলীগে সভাপতি সরদার শাহিদ হাসান লোটন, সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজীব, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দুলাল, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রঞ্জু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি প্রভাষক শহিদুল্ল্যাহেল কবির ফারুকসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. মোসাদ্দেক হোসেন মামুন।
Leave a Reply