বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১০:৩৮ পূর্বাহ্ন

গাইবান্ধায় ভূমিহীনদের বাসগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক।

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৪৫৯ বার পঠিত

মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এ বছরই ভূমিহীন-গৃহহীন পরিবার পাকা ঘর পাচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে ‘গৃহহীনদের গৃহদান’ প্রকল্পের আওতায় গাইবান্ধায় ‘ক’ শ্রেণীর ভূমিহীনদের বাসগৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার অর্থায়নে এবং সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে রোববার (১৪ মার্চ) উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার রঘুনাথপুর গ্রামে এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসগৃহের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রাফিউল আলম, সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান ও বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম ঝন্টু, স্থানীয় বিশিষ্টজনরাসহ অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় বল্লমঝাড় ইউনিয়নের খামার রঘুনাথপুর গ্রামে ১ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে ভূমিহীন একটি পরিবারকে পুর্ণবাসন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 13 =

এ জাতীয় আরো খবর..