বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৬:২৫ পূর্বাহ্ন

গাইবান্ধায় বিশ্ব মুখ গহ্বর স্বাস্থ্য দিবস পালিত।

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৪৭৯ বার পঠিত

মানবদেহের অন্যতম অঙ্গ হলো মুখ। সেই মুখকে সুস্থ্য রাখতে ‘বিডিএস নয় তো-ডেন্টিস্ট নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বিশ্ব মুখ গহ্বর স্বাস্থ্য দিবস-২০২১ পালিত হয়েছে।

শনিবার (২০ মার্চ) সকালে গাইবান্ধা জেলা ডেন্টাল সার্জনের আয়োজনে গাইবান্ধা জেলা বিএমএ সহযোগিতায় এ দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় চত্তর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা বিএমএ সভাপতি আলহাজ্ব ডা. মো. মতিয়ার রহমান, সিনিয়র কনসাললেন্ট এনেসথেসিয়া ডা. আখম আসাদুজামান, আদ-দ্বীন হাসপাতালের জেনারেল সার্জন সহকারী অধ্যাপক ডা. এটিএম মোস্তাফিজুর রহমান, জেলা বিএমএ যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. শাহীনুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক ডা. মো. শেখ সুলতান আহম্মেদ, ডা. মিনহাজ সৌমিক, ডা. মো. মঞ্জুরুল হাসান ও ডা. মো. মাহাবুব আলম খোকন প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, সঠিক নিয়মে নিয়মিত দাঁত ও মুখ পরিষ্কারের পাশাপাশি খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটাতে হবে। এছাড়াও সিগারেট, গুল, জর্দ্দা সহ ক্ষতিকারক দ্রব্য পরিহার করে স্বাস্থ্যবান্ধব খাবারে অভ্যাস গড়ে তুলতে হবে। সমাজে সকল শ্রেণির মানুষদের কমপক্ষে ছয় মাস পরপর বিডিএস ডিগ্রিধারী ডাক্তারের পরামর্শ নেয়ার অভ্যাস করতে হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতাল গুলোতেও মানসম্মত ডেন্টাল চিকিৎসা পাওয়া যায়। সেইসাথে হাতের কাছে অনুমোদিত ডেন্টাল ক্লিনিক রয়েছে। আমরা সবাই মিলে সচেতন হই এবং অন্যকে সচেতন করি। জাপানের মতো আমরাও এদেশে শ্লোগান তুলি প্রকৃত যত্নের মাধ্যমে আঁশি বছরে কমপক্ষে বিশটি দাঁত সংরক্ষণ করি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − eleven =

এ জাতীয় আরো খবর..