‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দুষণ রোধ করি’ এবারের প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৫ মার্চ) সকালে গাইবান্ধা জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো, আবদুল মতিন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বি সার্কেল) ইলিয়াস টিপু, জেলা খাদ্য নিরাপদ কর্মকর্তা মো. লোকমান হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক এম আব্দুস সালাম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান, জেলা ক্যাব সভাপতি কেএম রেজাউল হক, সাংবাদিক গোবিন্দলাল দাস, আবেদুর রহমান স্বপন প্রমুখ। সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে জন সচেতনার উপর সার্বিক গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীন অভিযোগ দায়ের এবং অপরাধ ও দন্ডে বিধানগুলো সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।
Leave a Reply