রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১২:২৮ পূর্বাহ্ন

গাইবান্ধায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৩৬ বার পঠিত

গাইবান্ধায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী শুক্রবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়। গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত কর্মসূচীর শুরুতেই শিল্পকলা ভবনের সন্মুখে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করে কর্মসূচীর সুচনা করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা কালচারাল অফিসার। শিল্পকলার প্রশিক্ষক জাফরিন আলমের নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশন করে শিল্পকলা একাডেমীর শিল্পীরা। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, বিশেষ অতিথি পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু জাফর সাবু সহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার আলমগীর কবির, উদীচীর সভাপতি জহুরুল কাইয়ুম, সন্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি আলমগীর কবির বাদল এবং নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাধারন সম্পাদক দেবাশীষ দাশ দীপু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অমিতাভ দাস হিমুন ও শিরীন আকতার। সবশেষে সংগীত পরিবেশন করে তাসনিয়া বিনতে ফেরদৌস, স্মৃতিরানী সরকার, আফসার আলী এবং নৃত্য পরিবেশনায় ছিল তমালিকা, হিয়া, চন্দ্রিমা, রতন ও আরিফ। যন্ত্রে সহযোগিতা করেন তবলায় জাকির, কি বোর্ডে স্বাধীন এবং প্যাডে রাগিব হাসান শন্তু।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =

এ জাতীয় আরো খবর..