গাইবান্ধায় পৌরসভা নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও মহাজোট সমর্থিত নৌকা মার্কার মেয়র প্রার্থী এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনের সমর্থনে নির্বাচনী কর্মী সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখার সহ সভাপতি সুলতান আলী মন্ডলের সভাপতিত্বে কর্মী সমাবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ও সাবেক এমপি এ্যাড. সফুরা বেগম রুমি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এ্যাড. মামুনুর রশিদ, ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আবদুল্লাহ বাবলু, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌরসভার মেয়র নৌকা মার্কার প্রার্থী শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক মোজাম্মেল হক সরকার গাইবান্ধা কৃষকলীগের সাধারন সম্পাদক দীপক কুমার পাল, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মোনা, সদর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদিল মোস্তাফি ঝন্টু, গাইবান্ধা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রনজু, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমারুল ইসলাম সাবিন,গাইবান্ধা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক তানজিমুল ইসলাম জামিল।
Leave a Reply