সত্যের সাথে সন্ধি’ এই স্লোগানকে ধারণ করে গাইবান্ধায় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট.কম-এর র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে জেলা শহরে একটি র্যালী বের করা হয়। র্যালীটি জেলা পরিষদের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো জেলা পরিষদে এসে হয়। পরে ঢাকা পোস্টে’র গাইবান্ধা জেলা প্রতিনিধি রিপন আকন্দের আয়োজনে জেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে কেক কেটে পোর্টালের উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার। এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘একটি সুন্দর ছোট্ট র্যালী হয়েছে। এটা দরকার ছিল। যা কিছুরই আগমন ঘটুক না কেন; তা জানান দেয়া খুবই জরুরী। আমি আশা করি, ঢাকা পোস্ট যেন বস্তুনিষ্ঠু ও সত্য খবর প্রকাশ করে। সব সময় যেন সংবাদমাধ্যমটি মানুষের পাশে থাকে।’ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গাইবান্ধার অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান ও সদর থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে অমিতাভ দাস হিমুন (কালের কণ্ঠ), খালেদ হোসেন (এশিয়ান টেলিভিশন), রিকতু প্রসাদ (ডিবিসি টেলিভিশন), এস,এম বিপ্লব ইসলাম (বৈশাখী টেলিভিশন), জাভেদ হোসেন (ঢাকাটাইমস), কায়সার রহমান রোমেল (সময়ের আলো), ওবাইদুল ইসলাম (চ্যানেল টি ওয়ান), রেজাউন-নবী রাজু (প্রতিপ), এ,জে, আশিকুর শাওন (বিডি গাইবান্ধা ডট নিউজ), শহিদুল ইসলাম খোকন (আমাদের কণ্ঠ), মেহেদী হাসান (ক্রিয়েটিভ গাইবান্ধা), সুমন মিয়া (বার্তা বাজার), জয় কুমার (জাগরনী টেলিভিশন) ও শামিম রেজা (ইউকে বিডি ডটকম) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সময়নিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ। এছাড়া অনুষ্ঠানটি পালনে সার্বিক সহযোগিতায় ছিলেন, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের গাইবান্ধা জেলা প্রতিনিধি পিয়ারুল ইসলাম ও দৈনিক প্রথম বেলা পত্রিকার জেলা প্রতিনিধি জিহাদ হক্কানী।
Leave a Reply