বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৪১ অপরাহ্ন

গাইবান্ধায় জেলায় শ্রেষ্ঠ থানাসহ গোবিন্দগঞ্জ থানার মোট ৪ জন অফিসারকে পুরস্কৃত।

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৪৫৪ বার পঠিত

গাইবান্ধা জেলায় আবারো শ্রেষ্ঠ থানা সহ গোবিন্দগঞ্জ থানার মোট ৪ জন অফিসার পুরস্কৃত হয়েছে। সোমবার (৮ মার্চ) সকালে গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোর্য়াটার) আবু খায়ের-এর সঞ্চালনায় দুপুর ১২টা পর্যন্ত সভার কার্য্ক্রম চলে। সভায় ফেব্রুয়ারী’ ২১ মাসের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য সর্বমোট ৮ জনকে পুরস্কৃত করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। পুরস্কৃত ৮ জনের মধ্যে শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে গোবিন্দগঞ্জ থানার এসআই আকতার হোসেন, বিস্ফোরক দ্রব্য উদ্ধারের জন্য বিশেষ পুরস্কার হিসেবে গোবিন্দগঞ্জ থানার ড্রাইভার কনস্টেবল রুবেল এবং শ্রেষ্ঠ থানার অফিসার ইনচার্জ হিসেবে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান-এর হাতে ক্রেস্ট তুলে দেন। এ কল্যাণ সভায় উপস্তিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল আবু লাইচ মোঃ ইলিয়াস জিকু, সিনিয়র এএসপি সি-সার্কেল আসাদুজ্জামান, এএসপি প্রবেশনার জনাব মোঃ সোহেল রানাসহ সকল থানা অফিসার ইনচার্জ, ওসি ডিবি, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর, তদন্ত কেন্দ্রের ইনচার্জবৃন্দ ছাড়াও পুলিশ লাইন্স ও থানা হতে আগত এসআই, এএসআই এবং পুলিশ সদস্যবৃন্দ। জেলা পুলিশের কল্যাণ সভা শেষে দুপুর ১টায় পুলিশ অফিস কনফারেন্স রুমে ফেব্রুয়ারী’২১ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 11 =

এ জাতীয় আরো খবর..