ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
সোমবার (৪ জানুয়ারী) কর্মসূচীর মধ্যে ছিল সকালে সংগঠন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন, শহরে র্যালি, সংগঠনের জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা।
জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আসিফ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, পিয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু, জেলা যুবলীগের শাহ আহসান হাবীব রাজিব, জেলা ছাত্রীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন ও ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক মো. তানজিল আহমেদ মোনা।
Leave a Reply