গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কৃষি ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করেন বাংলাদেশ কৃষকলীগ সাধারন সম্পাদক ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। শুক্রবার (৫ মার্চ) সকালে সাদুল্লাপুরে এ নির্মাণ কাজের উদ্বোধন কালে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জাকারিয়া খন্দকার, আব্দুল জলিল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান স্বাধীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোন্তেজার রহমান চঞ্চল ছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ অত্র এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। স্মৃতি এমপি তিনি প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি সরকার কৃষি ক্ষেত্রে সব রকম সহযোগিতার কথা তুলে ধরেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দো’আ অনুষ্ঠিত হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply