বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:৫৮ পূর্বাহ্ন

গাইবান্ধায় ই-ট্রাফিক প্রসিকিউশন ফাইন পেমেন্ট সিস্টেম চালু।

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৪৯০ বার পঠিত

সারাদেশের মতো গাইবান্ধাতেও ই-ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন পেমেন্ট সিস্টেম পদ্ধতির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) দুপুরে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য শহরের পুরাতন জেলখানা মোড়ে ট্রাফিক বক্সের পাশে এ সিস্টেমের উদ্বোধন করেন। এসময় তাৎক্ষণিকভাবে সাইফুল নামের এক মোটরসাইকেল আরোহীকে হেলমেট না থাকায় ১৯শ’ টাকা জরিমানা করা হয়। পরে মোবাইল ফিন্যান্স সার্ভিস অ্যাপ ‘উপায়’ এর মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করা হয়। উদ্বোধন কালে দেবদাস ভট্টাচার্য্য বলেন, গাড়িচালকদের কথা ভেবে ও তাদের হয়রানি দূর করতে এ সিস্টেম চালু করা হলো। এটি পর্যায়ক্রমে বৃহত্তর রংপুরের আট জেলায় চালু করা হবে বলেও তিনি জানান। ‘উপায়’ অ্যাপ ব্যবহার করে চালকরা নিজেরাই জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন অথবা ‘উপায়’ এজেন্টের দোকানে গিয়ে জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন। এতে গাড়ির কাগজ উঠাতেও সময় লাগবে না। এছাড়াও মোটরযান থেকে আদায়কৃত জরিমানা কোথায়, কিভাবে জমা হয়- এ নিয়ে জনমনে বিভ্রান্তিও দুর হবে বলে উল্লেখ করেন তিনি। এই সিস্টেমে ট্রাফিক পুলিশ কোনো যানবাহন ও চালকের বিরুদ্ধে মামলা দিলে মামলার ধরণ অনুযায়ী জরিমানার পরিমাণও অ্যাপ থেকে প্রিন্ট হয়ে আসবে। এ ক্ষেত্রে ট্রাফিক পুলিশ ব্যবহার করবেন একটি ই-ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন পেমেন্ট সিস্টেম। এতে চালকদের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করেন গাড়িচালকরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এভিপি মো. জাহিদ হাসান, আইটি কনসালটেন্ট আবু রায়হান, জেলা মোটর মালিক সমিতি ও পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − five =

এ জাতীয় আরো খবর..