পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ানের কিসমত বাউরয়িা গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কটি হয়ে ৪টি বসতিঘর পুড়ে ছাই। আনুমানকি ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে গত ৯ ই মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটের সময়। মোঃ দেলোয়ার হাওলাদাররে ঘড় থেকে কারন্টেরে শর্ট সার্কিট হয়ে আগুনরে সূত্রপাত হয় বলে স্থানীয়রা এ কথা বলেন। মূহুর্তরে মধ্য আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। মোঃ আনছার হাওলাদার, মোঃ লিটন হাওলাদার, মোঃ কাওসার হাওলাদার সহ ঘর পুড়ে যায়। স্থানীয় লোকজন পটুয়াখালী ফায়ার সার্ভসি এন্ড সিভিল ডিফেন্সে খবর দিলে তাৎক্ষনিক ভাবে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তরা একান্ত সাক্ষাৎ কারে অনুভূতি টিভির প্রতিবেদককে জানান আমরা কোথায় থাকবো কি ভাবে বাঁচব আমদের কিছুই আর রইলো না কান্নার আহাজারি আর কান্নার আহাজারি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন গলাচিপা উপজলের নির্বাহী অফসিার আশিষ কুমার খবর পাওয়া মাত্র। ক্ষতগ্রিস্তদের তাৎক্ষণিক ৩ দিনের খাবার ও কম্বলের ব্যাবস্থা করেছন এবংক্ষতিগ্রস্তদের কে সরকারিভাবে আর্থিক সহায়তা দেবার আশ্বাস দিয়েছেন।
Leave a Reply