চলমান লকডাউনের গত ৭ দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরো ২৮ জনের নাম। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮ জন এবং করোনা উপসর্গ নিয়ে আরো মারা গেছেন ২০ জন। ২১শে এপ্রিল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডাঃ মহিউদ্দিন খান। বললেন প্রতিদিন হাসপাতালে করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি সন্দেহভাজন রোগীর সংখ্যাও বাড়ছে। এদের মধ্যে গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। হাসপাতালে ১০টি আইসিইউ বেড ছিল। তবে রোগীদের সুচিকিৎসার কথা চিন্তা করে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদফতরের সাথে যোগাযোগ করে তিনটি বেড যুক্ত করার উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন-ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২১০টি সাধারণ বেড থাকলেও তাতে চিকিৎসাধীন রয়েছেন ১২০ জন। এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন সূত্র থেকে জানা গেছে যে, ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৫১টি নমুনা পরীক্ষা করে ৮ জনের দেহে করোনার উপসর্গ শনাক্ত হয়েছে। এরমধ্যে ময়মনসিংহ সদর উপজেলায় আছেন ৫ জন, নান্দাইল, ভালুকা এবং গফরগাঁওয়ে ১ জন করে শনাক্ত হয়েছে। হোম আইসোলেশনে আছেন ৪৬৪ জন। এ ছাড়াও জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪২৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ হাজার ৮২৭ জন আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭ জন।
Leave a Reply