সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২০ পূর্বাহ্ন

গত এক মাসে সুন্দরবন, দাকুপ ও কয়রার বিভিন্ন এলাকা থেকে ৪১ কেজি হরিণের মাংস সহ ৭ শিকারী আটক। 

মোঃ রউফ কয়রা, খুলনা। 
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ২১০ বার পঠিত
গত ১ ফেব্রুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত সুন্দরবন, দাকুপ ও কয়রার বিভিন্ন জায়গায় থেকে ৪১ কেজি হরিণের মাংস সহ ৭ জন চোরা শিকারী কে আটক করে তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়। 
সুন্দরবন খুলনা রেঞ্জ অধিনস্থ বন বিভাগ, নলিয়ান কোস্ট গার্ড এর যৌথ অভিযানে ২৭ কেজি হরিণের মাংস সহ ২জন কে আটক করা হয় ।
কালাবগী গ্রামের রহিম সানার ছেলে জাফর সানা পারে জাফরের শিকার উক্তিতে কালাবগী বাজার  সংলগ্ন এলাকা থেকে  আবুল নামের আরো এক শিকারী কে আটক করা হয়।
এদিকে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী গ্রাম থেকে   গোপন সংবাদের ভিত্তিতে ১২ কেজি হরিণের মাংস সহ অসিত কুমার (৫০) নামের এক চোরা শিকারী কে আটক করে কোস্ট গার্ড।
কাশীরয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তি তে সুন্দরবনের মুড়-লি করুলি খাল এলাকা থেকে ৫শ পিচ হরিণ ধরার ফাঁধ ৩ টি নৌকাসহ ৪ জন হরিণ শিকারী কে আটক করা হয়।
কয়রা উপজেলার জোড়সিং গ্রামের আমিনুল রহমান (২৮),কোহিনূর রহমান (২৭),আহসান দুলাল (২৬),হেলাল গাজী (২৫)।
কোস্ট গার্ড খুলনা রেঞ্জ গোপন সংবাদের মাধ্যমে সুন্দরবনের খাসিটানা খাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থা হরিণের ২টি মাথা, ২টি চামড়া, ২টি ভূড়ি,৮টি পা,ও ২কেজি হরিণের মাংস উদ্ধার করে।
এই ব্যাপারে সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা রেঞ্জ এর সহকারী কর্মকর্তা মোঃ আবু সহলের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ধরণের অভিযান সব সময় চলমান থাকবে সুন্দরবনের যেকোনো ধরনের অপরাধ যে-ই করবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =

এ জাতীয় আরো খবর..