মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০২:৪৩ পূর্বাহ্ন

খুলনা বিভাগীয় কমিশনারের সাথে কয়রায় সুধীজন ও সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময়

মোঃ রউফ,কয়রা,খুলনা প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২১ বার পঠিত

কয়রায় সুধীজন ও সরকারি কর্মকর্তাদের সাথে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসলামাইল হোসেন (এনডিসি) মত বিনিময় । কয়রা উপজেলা প্রশাসন এ মতবিমিয় সভার আয়োজন করেন।

আজ ৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অনিশেষ বিশ্বাসের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন (এনডিসি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলম। শিক্ষক বরুন কুমার বৈরাগীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মুস্তাইন বিল্যাহ, মৎস্য কর্মকর্তা এস এম আলাউদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান আলহজ্ব মোঃ আমির আলী গাইন, আঃ ছাত্তার পাড়, বিজয় কুমার সরদার, মোহাঃ হুমায়ুন কবির, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এস এম আমিনুর রহমান, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, রিয়াছাদ আলী, বিআরডিবির চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।

মত বিনিময় সভায় উপস্থিত বক্তরা প্রধান অতিথির নিকট কয়রার বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন। তিনি তা মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায় ক্রমে সেগুলো সমাধানের চেষ্টা করবেন বলে প্রত্যাশা ব্যাক্ত করেন। পরে তিনি কয়রা উপজেলার গাতিরঘেরী ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শন করেন। এর আগে খুলনার বিভাগীয় কমিশনার মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ ছাড়া মহারাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বৃষ্টির পানি সংরক্ষনের জন্য পানির ট্যাংকি বিতরন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =

এ জাতীয় আরো খবর..