গাইবান্ধা উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২১ মঙ্গলবার স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে গণ উন্নয়ন কেন্দ্র এবং আইন ও সালিস কেন্দ্র (আসক)-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা সদর উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক মজিবর রহমানের সভাপতিত্বে এতে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম ও গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু। মানবাধিকার সংরক্ষণ পরিষদের আব্দুর রউফের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার সংরক্ষণ পরিষদের কাজী আব্দুল খালেক, কেন্দ্রীয় সদস্য খলিলুর রহমান, আইন ও সালিস কেন্দ্রের সহকারী সমন্বয়কারী অপূর্ব কুমার দাস, গণ উন্নয়ন কেন্দ্রের জয়া প্রসাদ, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি আলম মিয়া ও বিদ্যালয় নাট্যদলের অঞ্জলী রাণী দেবী প্রমুখ। সম্মেলনে কাজী আব্দুল খালেক সভাপতি ও শাহিদা আক্তারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট গাইবান্ধা উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর, সাহাপাড়া, বাদিয়াখালী ও বল্লমঝাড় ইউনিয়নের মানবাধিকার সংরক্ষণ পরিষদ, মানবাধিকার নারী সমাজ, মানবাধিকার নাট্য পরিষদ, মানবাধিকার বিদ্যালয় নাট্য দলের কর্মীরা এই দ্বি-বার্ষিক সম্মেলনে অংশ নেয়। প্রসঙ্গত উল্লেখ্য যে, তৃণমূল পর্যায়ে মানবাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি, পারিবারিক অসঙ্গতি বিষয়ে পরামর্শ, আদর্শ শালিস ব্যবস্থার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, অসহায় দরিদ্র মানুষের সরকারি আইনী সহায়তা প্রাপ্তিতে সহযোগিতা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তথ্যানুসন্ধান, ধর্ষণ, গুরুতর জখম, পারিবারিক নির্যাতনের শিকার ব্যক্তিকে হাসপাতাল, থানায় সহযোগিতা, তৃণমূল পর্যায়ে আইনী পরামর্শ ক্যাম্পের আইনজীবীর সহযোগিতা, পারিবারিক আইনী পরামর্শ প্রদান, আলোচিত ঘটনায় র্যালী, মানববন্ধন, স্মারকলিপি প্রদানের মাধ্যমে গাইবান্ধায় আইন ও সালিস কেন্দ্র এবং তার সহযোগী সংগঠনগুলো কাজ করে যাচ্ছে।
Leave a Reply