খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ উত্তরচক আমিনিয়া বহুমুখী কামিল মাদরাসা পরিচালনা পর্যদের (গভর্নিংবডি) সভাপতি মনোনীত হয়েছেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক আলহাজ মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
৬ এপ্রিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মোঃ রেজাউল হক স্বাক্ষরিত পত্রের স্বারক অনুযায়ি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় মাদরাসার গভর্নিংবডির সভাপতি হিসেবে ইউপি চেয়ারম্যান মোঃ আলহাজ আব্দুল্লাহ আল মাহমুদকে মনোনীত করেন।
এ ছাড়া বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে উপজেলার ৪নং কয়রা গ্রামের মোঃ আব্দুল মাজেদকে মনোনয়ন দিয়েছেন। নব নির্বাচিত সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেন। তিনি কয়রা উপজেলার অনেক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। এলাকার একজন দানবীর হিসেবে আলহাজ আব্দুল্লাহ আল মাহমুদের সুনাম সুখ্যাতি রয়েছে। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কমনা করেছেন।
Leave a Reply