মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০২:৫৫ পূর্বাহ্ন

কয়রায় ৭ কিলোমিটার বেড়িবাঁধের বেহাল অবস্থা।

মোঃ রউফ, কয়রা খুলনা।
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৫৮৪ বার পঠিত

খুলনার কয়রা উপজেলা মহারাজপুর ইউনিয়নের ৩নংওয়ার্ড পূর্ব মঠবাড়ি এলাকা শাকবাড়িয়া নদীর উপকূলে অবস্থিত ৭ কিলোমিটার বেড়িবাঁধের বেহাল দশা।

কয়েক বছর ধরে এই জনপদ টি অবহেলিত,লাঞ্ছিত অবস্থায় পড়ে আছে এজেনো দেখার কেও নেই।
আজ সরজমিনে গিয়ে ঐ এলাকা ঘুরে দেখা গিয়েছে বেড়িবাঁধের করুন দশা কনো রকম করে মাটি ও বস্থা দিয়ে আটকিয়ে রাখা হয়েছে।
এদিকে এসব বিষয় নিয়ে কথা বলে ছিলাম অত্র এলাকার ইউপি সদস্য মোঃ অহিদ মোড়লের সাথে তিনি বলেন গত বছর আমাদের এমপি আলহাজ্ব আক্রারুজ্জাম বাবু ‘র’ সহযোগিতায় ২ কিলোমিটার বেড়িবাঁধের খুবি খারাপ অবস্থা ছিলো সেখানে তাত্ক্ষণিক ভাবে জি ব্যাগের ব্যাবস্থা করা হয়েছিল বেড়িবাঁধ টি যাতে ভেঙে না যায়।
তার কাছে আরো জানতে চাওয়া হয়েছিল টেকসই বেড়িবাঁধের ব্যাবস্থা হয়েছে কি না তিনি বলেন বার, বার উর্দ্ধতন কর্তৃপক্ষ কে জানিয়েও কাজের তেমন কনো তত্ত্বপরতা দেখছিনা। তবে ঐ এলাকার স্থানীয় জনসাধারণ দাবি করেন আমাদের একটি টেক সহি বেড়িবাঁধ নির্মাণ করে দিলে ছেলে, মেয়ে ও পরিবার পরিজন নিয়ে ভালো বসবাস করতে পারতাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − two =

এ জাতীয় আরো খবর..