সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:৫৭ পূর্বাহ্ন

কয়রায় ৩ দিন ব্যাপী কমিউনিটি পেট্রোলিং গ্রুপের গোয়ান্দা নজরদারী বিষয়ে প্রশিক্ষন সম্পন্ন ।

মোঃ রউফ কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ৮ মে, ২০২২
  • ১৮৮ বার পঠিত

সুন্দরবনের কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যদের ৩ দিন ব্যাপী গোয়েন্দা নজরদারী টহল পরিচালনা বিষয়ক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান, ৮ মে বিকাল ৪ টায় বানিয়াখালী স্টেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সুন্দরবন খুলনা রেঞ্জের আয়োজনে ও সুরক্ষা প্রকল্পের সহযোগিতায় এ প্রশিক্ষনে প্রথম ধাপে ৩২ জন সিপিজি সদস্য অংশ গ্রহন করেন। বানিয়াখালী স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রশিক্ষনের প্রশিক্ষক কয়রা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, নগর বনায়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়, সুতারখালী স্টেশন কর্মকর্তা আছাদুজ্জামান, সিএমসির ট্রেজারার রিয়াছাদ আলী, রেঞ্জ স্টাফ মেজবাউল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে প্রশিক্ষনে অংশ গ্রহনকারী সদস্যদের মাঝে সনদপত্র বিতরন করা হয়। এর আগে গত ৬ মে সিপিজি সদস্যদের ভিজিল্যান্স ভাতা প্রদান ও এই প্রশিক্ষনের উদ্বোধনী করেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুন্দরবন পশ্চিম বিভাগের ডিএফও ড. আবু নাসের মোহসীন হোসেন। অনুষ্ঠানে খুলনা রেঞ্জের ৬২ জন কমিউনিটি পেট্রোলিং গ্রুপের সদস্যদের মাঝে মাসিক ৫ হাজার টাকা করে ১১ লক্ষ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 8 =

এ জাতীয় আরো খবর..