রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০১:২১ পূর্বাহ্ন

কয়রায় স্কুল পর্যায়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে আলো ছড়াছে , “পরিত্রাণ”

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২০৭ বার পঠিত

 কয়রা মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের সাথে যৌন ও প্রজনন স্বাস্থ্য, শিশু সুরক্ষা এবং এসজিবিভি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

গতকাল রবিবার সকাল ১০ টায় কয়রা সদরের সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে যৌন ও প্রজনন স্বাস্থ্য, শিশু সুরক্ষা এবং এসজিবিভি বিষয়ক ১ দিনের ওরিয়েন্টেশন বিদ্যালয়ের ২০ জন ছাত্রী অংশ গ্রহন করেন। এতে ২ জন শিক্ষক প্রশিক্ষনের দায়িত্ব পালন করেন। দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় ওয়াই মুভস প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা পরিত্রাণ আয়োজনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনটি উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম।

ওরিয়েন্টেশনে প্রজনন এবং প্রজনন স্বাস্থ্য, বয়োঃসন্ধিকাল, স্বপ্ন দোষ, মাসিক ব্যবস্থাপনা, পুষ্টি, জেন্ডার, যৌন রোগ, বন্ধাত্ব, বয়োঃসন্ধিকালের ঝুঁকি, বাল্য বিবাহ, কৈশোর কালিন সময়ে কিশোর কিশোরীর পরিস্কার পরিচ্ছন্নতা, সেফগার্ডিং পরিবার পরিকল্পনা ও পদ্ধতি সম্পর্কে ধারনা প্রদান করা হয়। দিনব্যাপী এই ওরিয়েন্টেশনে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন পরিত্রানের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিন। এর আগে কয়রা শাকবাড়িয় স্কুল এন্ড কলেজ, বেদকাশি কলেজিয়েট স্কুল, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়য়ে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =

এ জাতীয় আরো খবর..