আজ ২১/৬/২১ রোজ সোমবার খুলনার কয়রা উপজেলা সদর ইউনিয়নের ৬নংকয়রা ৯নংওয়ার্ড গ্রামের রাস্তা টি খানাখন্দে ভরে আছে।
আজ সকাল সাড়ে ৭টার দিকে ৬নংকয়রা শাকবাড়িয়া নাদের উপকূলের ইটে সলিংক রাস্তায় দেখাগেছে স্থানীয় কিছু জনসাধারণ সেচ্ছাশ্রমে কাজ করছে। রাস্তা টি দৈর্ঘ সাড়ে ৩থেকে ৪ কিলোমিটার রাস্তার বেশ কিছু জায়গা খানাখন্দ হয়েছে ও বেশিরভাগ রাস্তার দুপাশে মাটি নেই। কয়েক বছর ধরে এই এলাকার সাধারণ বাসিন্দা’ র’নিজ বাড়ির সামনে রাস্তার দুপাশে মাটি দিয়ে আসছে। তবে এবছর কিছু জায়গায় স্থানীয় চেয়ারম্যানের উদ্যোগে মাটি দেওয়া হয়।টানা বৃষ্টি ’তে’ সে মাটি ও ধুয়ে চলেগেছে সরজমিনে গিয়ে তার সত্যাপাওয়া যায়। এদিকে এই এলাকার সাধারণ মানুষ অভিযোগ করে বলেন এসব নরমল বেড়িবাঁধের উপর দিয়ে দিনে ও রাতে বালি,ইট ভর্তি লাইসেন্স বিহিন টলি চলা চল করছে এই কারণে ইটের সলিংক রাস্তার বেশি ক্ষতি হচ্ছে।টলি চলাচল বন্ধ করতে যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি । এসব বিষয় কথা বলেছিলাম কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম হুমায়ুন কবিরের সাথে তিনি বলেন ৬নংকয়রা শাকবাড়িয়া নাদের পাশের রাস্তা টি খুবশিগ্রহি সংস্কার করে দেয়া হবে।
Leave a Reply