মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৩:৫৬ পূর্বাহ্ন

কয়রায় সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়ছে প্রাচীন তম নির্দশন দীঘি।

মোঃ রউফ কয়রা, খুলনা।
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৫৭ বার পঠিত

খুলনার কয়রা উপজেলা উত্তর বেদকাশি ইউনিয়নের প্রাচীন তম নির্দশন দীঘি স্রংসকারের অভাবে বেহাল অবস্থা পড়ে আছে।

গত শনিবার বিকাল ৩ টার সময় সরজমিনে গিয়ে বেহাল চিত্র দেখা যায় সেখান কার স্থানীয় জনসাধারণ বলে প্রায় ১৫ শতাব্দিতে অবস্থিত এই দীঘি টি বর্তমানে সংস্কারের অভাবে কোনো রকম ভাবে আছে। স্থানীয়রা আরো বলেন কয়েক বছর আগে এখনে প্রতিদিন শত, শত ভ্রমণ পিপাসু মানুষ আসতো ভ্রমণ করতে কিন্তু এখন আর আসে না। দীঘির পাশে ময়লা আবর্জনা ফেলে দূষিত করছে দীঘির পানি। আগে এই দীঘির পানি খাওয়ার জন্য দূর থেকে বহু দূরের মানুষ এই দীঘিতে পানি নিতে আসতো। তবে গত কয়েক বছরে উপকূলীয় অঞ্চলে আঘাত এনেছিলো ঘূর্ণিঝড় আম্ফান ও ইয়াস বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় উপকূলিয় অঞ্চল, এতে নোনা পানি ঢুকে দীঘি টিতে। ঐ এলাকার সাধারণ মানুষ দাবি করেন এই দীঘি টি পূনরায় সংস্কার করে দিয়ে আবার জেনো সেখানে দর্শনার্থী আসতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + two =

এ জাতীয় আরো খবর..