তারপর থেকে বেগম দুটি ছেলে কে নিয়ে কনো রকম রাস্তার পাশে কুড়ি ঘর বেঁধে বসবাস করে আসছিল প্রায় ১২ বছর ধরে। কিন্তু গত ৩/৫/২২ঈদুল ফিতরের দিন সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ কাল বৈশাখী ঝড়ে শেষ সম্বল টুকু উড়িয়ে নিয়ে গেছে। স্বামী পরিত্যক্ত বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ও আমার দুুই ছেলে কে নিয়ে রাস্তার পাশে কুড়ি ঘর বেঁধে থাকি এবং মানুষের কাছ থেকে সাহায্য, সহযোগিতায় আমরা সংসার চলে।
আমার বড় ছেলে কে বিয়ে দিয়েছি সে আমার ও ছোটো ছেলে খেতেপরতে দেয়না বউ নিয়ে শ্বশুর বাড়ি থাকে, কোন রকম ভাবে মানুষের কাছ থেকে চেয়ে এনে আমার দিন চলে।
আমার দাবী বর্তমান সরকার ঘর দিচ্ছে আমারও যদি এখান ঘর দিতো তাইলে আমি সেখানে বসবাস করতে পারতাম।
Leave a Reply