বর্তমান বাংলাদেশের দক্ষিণ জনপদে বেহাল অবস্থায় পড়ে আছে বেশির ভাগ বেড়িবাঁধ। যেকোনো সময় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে লোকালয়, এতে করে চরম দুর্ভোগে পড়ছে উপকূলে বসবাস রত সাধারণ জনগোষ্ঠী।
বার,বার এমন খবর আসছে বিভিন্ন পত্র পত্রিকা ও টিভি চ্যানেল গুলাতে তারী প্রেক্ষিতে আজ সরজমিনে গিয়ে ছিলাম খুলনার কয়রা উপজেলা, কয়রা সদর ইউনিয়নে ৯ নং ওয়ার্ড ৬ নং কয়রা গ্রামে। দেখা যায় ইটের সিলিং বেড়িবাঁধটির দুপাশে মাটি নেই ও লাইসেন্স বিহীন ট্রলি চলাচল করে বেড়িবাঁধ রাস্তা টির মধ্যে উঁচু হয়েগেছে এবং সাইড নিচু হয়ে আছে সাধারণ জানবহন চলাচলে অন উপযোগী হয়ে উঠচ্ছে। এসব বিষয় নিয়ে কথা বলা হয় কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবিরের সঙ্গে তিনি বলেন ইটের সিলিং রাস্তা দিয়ে ট্রলি চলাচল করে এবং ট্রলিতে কখনো ইট, বালি ও খোয়া থাকে খুব ভারী এইজন্য রাস্তা টি খারাপ অবস্থা হয়ে গেছে ও এবছর অধিক পরিমাণে বৃষ্টি হওয়া রাস্তার দুপাশের মাটি ধুয়ে চলে গেছে।এদিকে স্থানীয় জনসাধারণ দাবি করছেন ইউপি চেয়ারম্যানের কাছে, জাতে করে এই রাস্তা টিতে ট্রলি চলাচল না করে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply