কয়রা উপজেলার ১৮ জন আত্মসমর্পণকারী বনদস্যুদের মাঝে র্যাব-৮ বরিশালের উদ্যোগে নগদ অর্থ সহায়তা ও ঈদ পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল ঈদ উপহার সামগ্রী তুলে দেন র্যাব-৮ বরিশালের এডি মোঃ রবিউল ইসলাম। এ সময় তিনি বলেন, র্যাব ফোর্সেস ডিজি মহাদ্বয়ের পক্ষ থেকে আত্মসমর্পণকারী বনদস্যুদের ও জলদস্যুদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এ সকল নগদ অর্থ ও ঈদের উপহার সামগ্রীর ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ ছাড়া জলদস্যুদের পূনবাসনের জন্য র্যাবের পক্ষ থেকে সহযোগিতার অব্যাহত থাকবে। ঈদ সামগ্রী বিতরনকালে আরও উপস্থিত ছিলেন র্যাব-৮ এর ডিএডি সুমন, এস আই উজ্জল, এএস আই মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
Leave a Reply