বাংলাদেশের উপকূলীয় নদ নদীর পানি সাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ২/৩ফুট জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে যা উপকূলীয় অঞ্চলের দূর্বল ও নিচু বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হতে পারে লোকালয় জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এদিকে গতকাল খুলনার, কয়রা উপজেলা কয়রা সদর ইউনিয়নের ৭নংওয়ার্ড ৪ নং কয়রা গ্রামের শাকবাড়িয়া নদীর কূলে অবস্থিত সুইচ গেটের পাশ দিয়ে বেড়িবাঁধ ভেঙে যায়।
লোনা পানি লোকালয়ের অল্প কিছু জায়গায় প্রবেশ করে তাতে তেমন কনো ক্ষয় ক্ষতি হয়নি বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। আজ সকাল ৭ টার দিকে স্থানীয় ইউপি সদস্য এস এম লূতফার রহমানের নের্তৃত্ব অত্র এলাকার জনসাধারণ ভেঙে যাওয়া বেড়িবাঁধ পূনরয় নির্মাণ করে।এসময় উপস্থিত ছিলেন ঐ এলাকার ইউপি সদস্য এস এম লূতফার রহমান ও গণ্য মাণ্য ব্যাক্তিবর্গ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply