খুলনার কয়রা উপজেলা উত্তর বেদকাশী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড শাকবাড়িয়া গ্রামের বেড়িবাঁধ বেহাল অবস্থায় পড়ে আছে।
আজ রোববার ১/৫/২০২২ মে সেখানকার স্থানীয় জন সাধারণের কাছে জানতে চাইলে তারা বলেন গত কয়েক দশক ধরে উত্তর বেদকাশী ইউনিয়নের শাকবাড়িয়া গ্রামের শাকবাড়িয়া নদীর তীরে অবস্থিত এই বেড়িবাঁধ টি সংকারের অভবে খুবি জরাজীর্ণ অবস্থায় আছে। ‘
ঐ’এলাকার সাধারণ পথচারীরা বলেন আমাদের প্রতিদিন কাজে কয়রা সদরে যেতে হয় এবং এই বেড়িবাঁধ টি দিয়ে প্রায় ৩/৪ হাজার মানুষ চলাচল করে।
তাদের দাবি আগামী বর্ষা মৌসুম আশার আগে এ-ই বেড়িবাঁধ টি যদি সংস্কার না করে দেওয়া হয় তাহলে ভেঙে প্লাবিত হয়ে এ-সব গ্রাম ক্ষতির মুখে পড়তে পারে বসতি ভিটাও বাগদা চিংড়ি চাষের ঘের।
এব্যাপারে অত্র ওয়ার্ডের ইউপি সদস্য গণেষ চন্দ্র মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার ৭ নং ওয়ার্ডের শাকবাড়িয়া নদীও কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত প্রায় ২ দুই কিলোমিটারের বেশি বেড়িবাঁধের খুব করুন অবস্থা।
আমি এ-ই ওয়ার্ড থেকে তিন,তিন বার ইউপি সদস্য নির্বাচিত হয়েছি বহুবার নিজের অর্থায়নে বেড়িবাঁধ টি সংকার করে দিয়েছে আমার দারায় আর সম্ভব না এবিষয়ে সরকারের হস্ত ক্ষেপ কামনা করছি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply