আটককৃতরা হলেন খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জোড়শিং গ্রামের মোঃ খালিদ গাজী (২৯), মোঃ পলাশ ঢালী (২৫) ও আংটিহারা গ্রামের মোঃ মহাসিন আলী (২১)।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়রা থানার অফিসার্স ইনচার্জ মোঃ রবিউল হোসেনের নির্দেশনায় কাশিয়াবাদ পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ টিপু সুলতানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার সকাল ৬টায় কয়রা সদর ইউনিয়নের ৩নং কয়রা গ্রামের জিয়াদের মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
কয়রা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ রবিউল হোসেন বলেন, সুন্দরবন থেকে বিষ দিয়ে ধরা মাছ বাজারজাত করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩নংকয়রা গ্রামের জিয়াদের মোড় এলাকা থেকে মাছ, মোটরসাইকেল সহ তিনজনকে আটক করা হয়।
Leave a Reply