সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৮ পূর্বাহ্ন

কয়রায় বিষ প্রয়োগকারী, মাছ-সহ আটক তিন। 

মোঃ রউফ, কয়রা উপজেলা প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২৬৪ বার পঠিত
সুন্দরবন থেকে অবৈধভাবে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ ধরার অপরাধে তিন জন দুস্কৃতিকারীকে আটক করেছে কয়রা থানা পুলিশ ।
এসময় তাদের নিকট থেকে ১৫০ কেজি চিংড়ি মাছসহ ২ টি বহনকারি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জোড়শিং গ্রামের মোঃ খালিদ গাজী (২৯), মোঃ পলাশ ঢালী (২৫) ও আংটিহারা গ্রামের মোঃ মহাসিন আলী (২১)।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়রা থানার অফিসার্স ইনচার্জ মোঃ রবিউল হোসেনের নির্দেশনায় কাশিয়াবাদ পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ টিপু সুলতানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার সকাল ৬টায় কয়রা সদর ইউনিয়নের ৩নং কয়রা গ্রামের জিয়াদের মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
কয়রা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ রবিউল হোসেন বলেন, সুন্দরবন থেকে বিষ দিয়ে ধরা মাছ বাজারজাত করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩নংকয়রা গ্রামের জিয়াদের মোড় এলাকা থেকে মাছ, মোটরসাইকেল সহ তিনজনকে আটক করা হয়।

পরে আটককৃতদের উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। আদালত আটককৃতদের মধ্যে খালিদ গাজীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ্বন্ড এবং মোঃ পালাশ ঢালী ও মহাসিন আলম, প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =

এ জাতীয় আরো খবর..