বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ন

কয়রায় পুষ্টি সমৃদ্ধ দানাদার ফসলের উপর মাঠ দিবস পালন

মোঃ রউফ কয়রা, খুলনা প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৫৭ বার পঠিত

 বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর উদ্ভিদ প্রজনন বিভাগের আয়োজনে পুষ্টি সমৃদ্ধ দানাদার ফসলের উপর গবেষণা কার্যক্রমের উপর মাঠ দিবস পালন করা হয়।

গত মঙ্গলবার বিকাল ৪ টায় ৩নং কয়রা গ্রামের কৃষক রবিন্দ্রনাথ ঢালীর ক্ষেতে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারি’র উদ্ভিদ প্রজনন বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মোঃ মোবারক আলী। বিশেষ অতিথি ছিলেন সরেজমির গবেষনা খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ, উদ্ভিদ প্রজনন বিভাগের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মতিয়ার রহমান, কৃষি গবেষণা কেন্দ্র সাতক্ষীরার ইনচার্জ ও উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আরিফুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান ও বৈজ্ঞানিক কর্মকর্তা মাশফিকুর রহমান।

এমএলটি সাইট কয়রার বৈজ্ঞানিক সহকারী জাহিদ হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য রখেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা অনুতাপ সরকার, স্থানীয় কৃষক রবীদ্রনাথ, গোপাল সরদার, আবুল হাসান প্রমুখ। মাঠ দিবস অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের খাদ্য গ্রহনের উদ্দেশ্য শুধু ক্ষুধা নিবারণ না হয়ে, হওয়া উচিত শরিরের পুষ্টি চাহিদা পূরণ। বর্তমান সরকারের লক্ষ্য মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। বারি’র উদ্ভিদ প্রজনন বিভাগে বর্তমান বার্লি, কাউন, চিনা,সহ ১৪ টি অপ্রধান খাদ্য কিন্ত অধিক পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের দানাদার ফসল নিয়ে গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। এই ফসলগুলো প্রতিকূল পরিবেশেও চাষপোযোগী। যে কারনে এই ফসলগুলো চাষ করলে কৃষকেরা যেমন লাভবান হবে তেমনি দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + nineteen =

এ জাতীয় আরো খবর..