খুলনার কয়রা উপজেলার, কয়রা সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ৫ নং কয়রা গ্রামের শাকবাড়িয়া নাদীর তীরে অবস্থিত সুইচ গেটের দুপাশে বেড়িবাঁধ বেহাল অবস্থায় পড়ে আছে গত কয়েক মাস ধরে।
৫ নং কয়রা গ্রামের কৃষকরা উদ্ববেগ প্রকাশ করে বলেন আগামী বর্ষা মৌসুমে আমন ধান চাষ করতে হবে ,তাঁর আগে যদি বেড়িবাঁধ টি সংস্কার না করা হয়, তাহলে চরম ক্ষতি মুখে পড়তে হবে। এই সুইচ গেট টি শুধু ৫ নং কয়রা গ্রামের কৃষক দের কাজে লাগে তা নয় পাশের গ্রাম ৬ নং কয়রা ও ৪ নং কয়রা গ্রামের কিছু অংশের পানি ও এই সুইচ গেট দিয়ে নিষ্কাশন হয়।
আজ সোমবার এসব এলাকা ঘুরে তাদের কাছে জানতে চাওয়া হয়, কত একর জমিতে আপনারা আমন ধান চাষ করেন, তাঁরা বলেন আনুমানিক প্রায় ২’শ’ একর ও তারও বেশি জমিতে। তাদের কাছে আরো জানতে চাওয়া হলে,কৃষকরা দাবি করে বলেন, আগামী বর্ষা মৌসুম আশার আগেই সুইচ গেটের পাশে থাকা বেড়িবাঁধ টি সংস্কার করে দেওয়া হোক।
তা না হলে সামনের দিন গুলোতে নদীর জোয়ারের পানি আরো বাড়বে এতে করে ঝুঁকি পূর্ণ হয়ে উঠবে বেড়িবাঁধ টি ও আশ পাশের ফসলের জমি। তাই যত তাড়াতাড়ি সম্ভব বেড়িবাঁধ টি সংস্কার করা হোক।
এই ব্যাপারে অত্র ওয়ার্ডের ইউপি সদস্য এস,এম নাজমুসাদাত নাজমুলের কাছে জানতে চাইলে, তিনি বলেন আগামী বর্ষা মৌসুম আশার আগে বেড়িবাঁধ টি পূনরায় সংস্কার করে দেওয়া হবে ।যাতে করে আমন ধান চাষীদের ধান চাষ করতে কোনো রকম ঝুঁকি না থাকে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply